পদ্মা সেতু নিয়ে ফেসবুকে গুজব, আনোয়ারায় যুবক আটক

‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ শিরোনামে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে মো. আরমান হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে আনোয়ারা থানাধীন তৈলারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক হওয়া আরমান আনোয়ারার বারখাইন এলাকার মো. হাসেম প্রকাশ হোসেনের পুত্র।

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক হওয়া আরমান হোসেন
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক হওয়া আরমান হোসেন

জানা যায়, আরমান ফেসবুকে পোস্ট দিয়েছে, ‘‘রক্তের অভাবে পদ্মা সেতুর কাজ বন্ধ, আর কত রক্ত লাগবে পদ্মা সেতুর জন্য’।’ একটি মহিলার কাটা মাথা দিয়ে সে পোস্ট দেয়, ‘মানুষের মাথা লাগবে পদ্মা সেতুতে, অলরেডি চারজন গায়েব, হাজার হাজার মানুষ ঘর ছাড়া।’

র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পদ্মা সেতু নিয়ে সোশ্যাল মিডিয়া গুজব রটনার অভিযোগে আরমানকে আটক করা হয়েছে। সে ফেসবুকে বিভিন্ন সময় পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়ে পোস্ট দিতো।’

আরমানকে আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেহেদি হাসান। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

এমএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!