পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে এসএসসি পরীক্ষার রুটিন বদলালো

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন রুটিন অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা থাকায় ২৫ জুনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ জুন। ২৫ জুন ইংরেজী দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা হওয়ার কথা থাকলেও উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি এখন ২৪ জুন অনুষ্ঠিত হবে।

শুধু একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!