চট্টগ্রাম বন্দরে পথভুলে এসে জরিমানা গুনেছে মোংলার একটি জাহাজ। জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ করায় তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহজটিকে জরিমানা করা হয়। এর আগে সোমবার কুতুবদিয়ার জলসীমার আসার সঙ্গে সঙ্গে জাহাজটি চিহ্নিত করা হয়।
পানামা পতাকাবাহী ‘এমটি ডলফিন’ নামে কেমিক্যালযুক্ত তেলের জাহাজটি সৌদিআরবের জেদ্দা থেকে পাকিস্তান এবং ভারত হয়ে খুলনার মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল।
জানা গেছে, খুলনার মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল ‘এমটি ডলফিন’ নামে তেলবাহী জাহাজটি। সৌদিআরবের জেদ্দা ইসলামিক বন্দর থেকে তেল নিয়ে আসছিল জাহাজটি। পথে প্রথমে পাকিস্তানের কাসিম বন্দর এবং পরে ভারতের জহর লাল নেহেরু বন্দর হয়ে মোংলার বদলে ভুলে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে জাহাজটি।
জাহাজটি প্রবেশের সঙ্গে সঙ্গে বিষয়টি ধরা পড়লে বন্দরের হারবার বিভাগের একটি টিম সেটি ধরে ফেলে। পরে জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার পর জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। এরপর কাস্টমস থেকে মোংলা যাওয়ার কাগজপত্র ঠিকঠাক করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, ক্লিয়ারেন্স ছাড়া কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরের গেজেটভুক্ত জলসীমায় প্রবেশ করতে পারে না। এমটি ডলফিন জাহাজটিকে সোমবার কুতুবদিয়া জলসীমায় চিহ্নিত করা হয়। পরে জাহাজ কর্তৃপক্ষ জানায়, মোংলা যেতে গিয়ে ভুলে চট্টগ্রাম বন্দর এলাকায় চলে আসে তারা। অনুমতি ছাড়া জলসীমায় প্রবেশ করায় জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় যে কোনো জাহাজ প্রবেশ করলে তা বন্দর কর্তৃপক্ষের অত্যাধুনিক যন্ত্রে ধরা পড়ে।
ডিজে