চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটক ও দর্শনার্থীদের ফেলে যাওয়া ময়লা আবর্জনায় মনোরম সৈকতটি তার সৌন্দর্য হারাতে বসেছে।
এমন অবস্থায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে।
গত ২ অক্টোবর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধের প্রশিক্ষণ দিতে এবং নান্দনিক সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. সামছুল আলম ছিদ্দীকির তত্ত্বাবধানে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিএনসিসি, রোভার স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা।
এতে আরও অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক শাখার সদস্যবৃন্দ।
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযান শেষে অধ্যক্ষ সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচ্ছন্নতা বোধ বজায় রাখতে এবং দেশের পর্যটন কেন্দ্রসমূহে ভবিষ্যতে এ ধরনের অভিযান পরিচালনার আহবান জানান।
জনগণকে সচেতন করা ও সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনাসম্বলিত কিছু ব্যানার লাগিয়ে পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সিপি