পতেঙ্গা থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পতেঙ্গা মডেল থানার ওপেন হাউজ ডে রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় থানার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়ার সভাপতিত্বে ও অপারেশন অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) হামিদুল আলম বিপিএম, পিপিএম।

অতীতে এলাকার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দদের অংশগ্রহণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হলেও এবারে চিত্র ভিন্ন। থানায় রুজুকৃত মামলার বাদী, সাধারন ডায়েরির বাদী এবং অভিযোগকারীদেরই ছিল ওপেন হাউজ ডে। ভুক্তভোগীরা জানান তাদের নানা সমস্যার কথা।

প্রধান অতিথি বলেন, অধিকতর পুলিশি সেবার মাধ্যমে প্রিয় পতেঙ্গাবাসীকে নিরাপদ রাখতে পতেঙ্গা মডেল থানার ওপেন হাউজ ডে অব্যাহত থাকবে। একটি সুন্দর সাবলীল আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখাসহ মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত পতেঙ্গা উপহার দেওয়ার জন্য তিনি সকলকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতা করার আহ্বান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm