পতেঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

হযরত মোহাম্মদ আলী শাহ (রহ.) এর তিন দিনব্যাপী ৩৯তম বার্ষিক ওরশ ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছে। ওরশ উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) উত্তর পতেঙ্গার পূর্ব হোসেন আহমেদ পাড়া দরগাহ শরীফে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

পতেঙ্গা ইয়াং স্টার ব্লাড ডোনারের সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও হযরত আলী শাহ (রহ.) ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক কোম্পানি।

উপস্থিত ছিলেন সাইফুদ্দিন, জোবায়ের বাসার, সাগর হৃদয়, মো. অপু, মো. মাহিন, মো. শাকিল প্রমুখ। এছাড়া ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, খতমে কোরান, মাজার জিয়ারত ও গোসল শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পীর আউলিয়াদের ত্যাগের বিনিময়ে এ উপমহাদেশে বিশ্ব নবীর (দ.) প্রবর্তিত ইসলাম এসেছে। এজন্য তাদের অনুসরণ করা একান্ত জরুরি। কোরআন সুন্নাহর আলোকে যদি পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনা করা যায়, তাহলে কোনো অবস্থাতে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!