পূর্বের শত্রুতার জের ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার হাউজিং কলোনি রোড এলাকায় রোজিনা আকতার (২৮) নামের এক নারীকে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় রোজিনা আকতার বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আহত রোজিনা আকতার একই এলাকার হাজী আবদুস সামাতের বাড়ির মো. শহিদুল আলমের স্ত্রী।
অভিযুক্ত হলেন পারভিন আক্তার (৪০) একই পাড়ার কবির আহমেদের স্ত্রী।
জানা গেছে, ভূমি বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হলে অভিযুক্ত পারভিন আকতারসহ বেশ কয়েকজন নারীরা রোজিনা আকতারকে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে তিনি শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে পতেঙ্গা থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুন নবী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গতকাল হাউজিং কলোনি এলাকায় প্রতিপক্ষের হামলায় রোজিনা আকতার নামে এক নারী গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে।
এ ঘটনায় ভিকটিম রোজিনা মামলা করতে চাইলে তা আমলে নেওয়া হবে বলে জানান তিনি।
এএম/এসএস