ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিলেন গহর জামিল হোসেন (৪৫) ২১ দশমিক ১ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে। সেই ম্যারাথন দৌড়ের ফিনিশিং লাইনে এসে জীবন-গতিও থেমে গেলো এই দৌড়বিদের।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে দৌড় শেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ফিনিশিং লাইনে পৌঁছুতেই ঢলে পরে যান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে মারা যাওয়া গহর জামিল হোসেনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘টিম চট্টগ্রাম’ নামে একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাদেশ থেকে মোট ৭০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
টিম চট্টগ্রামের পরিচালক ইয়াছিন উল্যা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘টিম চট্টগ্রাম একটি স্বাস্থ্য সচেতনতা মুলক সামাজিক সংগঠন। একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করি আমরা। গহর সাহেব এই প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা থেকে এসেছেন। মোট ৭০০ জন দৌড়বিদ এতে অংশ নেন।’
গহর জামিল হোসেনের মৃত্যুর বিষয়ে ইয়াছিন উল্যা বলেন, ‘তিনি ২১ দশমিক ১ কিলোমিটারের দৌড়ে অংশ নেন। সাড়ে ৯ টার দিকে তিনি দৌড় শেষ করেন। ফিনিসিং লাইনে পৌঁছানোর পরপরই তিনি পরে যান। এ সময় সি-বীচের রেলিংয়ের সাথে মাথায় আঘাতও পান তিনি। তবে রক্তপাত হয়নি। ওনাকে সাথে সাথে উদ্ধার করে নেভী হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
গহর জামিল হোসেনের লাশ চমেক হাসপাতালের মর্গে আছে বলে জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।
এআরটি/এমএফও