পতেঙ্গায় জুয়া খেলা, ৫ দিন কারাদণ্ড পেলো ২০ যুবক

নগরীর পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজার এলাকায় র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ যুবককে জুয়া খেলারত অবস্থায় আটক করেছে।

রোববার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে এই অভিযান পরিচালনা করে আটককৃতদের আইন অনুযায়ী পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করে অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

তিনি বলেন,স্টিলমিল বাজারে আমরা র‌্যাবের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারের মধ্যে প্রকাশ্যে জুয়া খেলছিল তারা। জুয়ার বোর্ড থেকে আমরা ২৪ হাজার টাকা এবং কয়েকসেট জুয়া খেলার তাস উদ্ধার করি।

অভিযানে র‌্যাবের এডিশনাল এস.পি সোহেল মাহমুদ, এ.এস.পি মাশকুর রহমানসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm