কাভার্ড ভ্যান কেড়ে নিল শ্রমিকের প্রাণ

চট্টগ্রামের নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মানিক (১৪) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জানয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খালপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক বন্দর থানার কলসিদিঘীর পাড় এলাকার চৌধুরী পাড়ার শিমুল চৌধুরীর ভাড়ার ঘরের বাসিন্দা মো. মাসুদের পুত্র। তিনি স্টিলমিল এলাকায় শাহ আমানত ওয়ার্কশপের হেলপার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‌‘গত রাত ১২টার দিকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহন হন মানিক। পরে সেখান থেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শাহ আমানত ওয়ার্কশপের শ্রমিক। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।’

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm