করোনা ভাইরাসের পরীক্ষা পর পর দুদিন অনেকটা স্বস্তি নিয়ে এলো চট্টগ্রামে। শনিবারও (১৮ এপ্রিল) চট্টগ্রাম করোনাভাইরাস পজিটিভ মিললো শুধু একজন। শুক্রবারও মিলেছিল একজনই। তবে চট্টগ্রামের পাশের জেলাগুলো খানিকটা দুঃসংবাদ বয়ে আনছে। চট্টগ্রামে হওয়া পরীক্ষায় লক্ষ্মীপুরের তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। অন্যদিকে দামপাড়া পুলিশ লাইন্সের একজন পুলিশ সদস্যের শরীরে দ্বিতীয়বারও করোনা পজিটিভ এসেছে সর্বশেষ পরীক্ষায়।
শনিবার চট্টগ্রাম নগরে শনাক্ত হওয়া একমাত্র করোনা ভাইরাস পজিটিভ রোগীটি পতেঙ্গার। তিনি ৩৩ বছর বয়সী একজন নারী। পতেঙ্গা এলাকায় এই প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হল।
এছাড়া করোনা পজিটিভ হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক ট্রাফিক পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে আজ৷
শনিবার মোট ১২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে।
শনিবার রাত ১০টা নাগাদ চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার মামুন।
নতুন করে আক্রান্ত এই একজন সহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ রোগী বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।
এআরটি/আরএ/সিপি