পতেঙ্গার ভারটেক্স ডিপোতে নেই ফায়ার সেফটি প্ল্যান, জরিমানা ২ লাখ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকায় ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই পরিচালিত হচ্ছিল ভারটেক্স কন্টেইনার ডিপো। এর দায়ে ডিপোকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নগরীর পতেঙ্গার কাঠগড়ে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রট প্রতীক দত্ত।

জানা গেছে, ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড নামে একটি কন্টেইনার ডিপোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। ছিল না ফায়ার সেফটি প্লান এবং ফায়ার হাইড্রেন্ট। ২২ বছর ধরে ডিপো চললেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন বা বাস্তবায়নের কোনো ব্যবস্থা নেয়নি ডিপো কর্তৃপক্ষ।

s alam president – mobile

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কন্টেইনার ডিপোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। সঙ্গে ছিল না লাইসেন্সও। এসব অভিযোগের ভিত্তিতে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!