পতেঙ্গায় শ্রীশ্রী মগধেশ্বরী মন্দিরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের পতেঙ্গার কাটগড়ে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরের বার্ষিক উৎসব নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) কাটগড় হিন্দুপাড়া ২ নম্বর গলির শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল চণ্ডীপাঠ, মায়ের পূজা, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লিটন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা।

প্রধান বক্তা ছিলেন শ্রীশ্রী হরগৌরী মহাশ্মশান যোগাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শংকরানন্দ অবদূত মহারাজ। বিশেষ অতিথি ছিলেন মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা বজেন্দ্র লাল দেব, উপদেষ্টা পুলিন দত্ত ঝুন্টু চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড কর্মকর্তা মো. আনিসুর রহমান, সজল দেব, রনি দত্ত, প্রণব ঘোষ, সুজন দাশ, বাপ্পা চৌধুরী, লিংকন চৌধুরী, অনিন্দ্য দেব, সুমন চৌধুরী, সুজন চৌধুরী, অমি জয়দেব।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নটু দেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজল চৌধুরী।

Yakub Group

কাটগড় হিন্দুপাড়া ২ নম্বর গলির শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরের ব্যাপক উন্নয়নে ভক্তদের এগিয়ে আসার আহ্বান জানায় মন্দির পরিচালনা কমিটি।

পরে ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেডের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!