পতেঙ্গায় শিশুকে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক শিশুকে ধাক্কা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই শিশু।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে পতেঙ্গার চরপাড়া স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মঞ্জুর আলম শিপন (২২)।তিনি নগরীর ডবলমুরিং থানার ২৩ নম্বর ধনিয়ালাপাড়ার আব্দুল মতিনের ছেলে।

জানা গেছে, পরিবারের সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে যায় মাইমুন আক্তার (৫) নামের ওই শিশু। সে কোতোয়ালী থানার চাক্তাই চামড়ার গুদাম এলাকার মামুনুর রশিদের মেয়ে।

নিচে ওয়াকওয়েতে হাঁটার সময় দ্রুতগতিতে এসে শিপন মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। এরপর পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন শিপন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘দুর্ঘটনায় নিহত মঞ্জুর আলম শিপন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃতদেহ মর্গে রাখা আছে। আহত মাইমুন আক্তার নামে এক শিশু ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm