পতেঙ্গায় জাহাজে আগুন, ফায়ার সার্ভিসের ৮ গাড়ি গেছে আগুন নেভাতে

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটির কাছে ‘বাংলার জ্যোতি’ নামের একটি জাহাজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, পতেঙ্গায় থাকা এই ট্যাংকারটিতে হঠা করেই কুন্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর ট্যাংকারটিতে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ অফিস থেকে জানানো হয়, জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়েছে।

এছাড়াও জাহাজের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিএসসি সমন্বিতভাবে কাজ করছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm