পতেঙ্গায় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিল ভারটেক্স ডক লজিস্টিক

প্রতি বছরের মতো এবারও আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পতেঙ্গায় সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানির সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে পূর্ব কাটগড় প্রতিষ্ঠান প্রাঙ্গণে কয়েক হাজার দুস্থ পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়।

ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন মোহামেডান ব্লুজের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক, ডিপো অপারেশন সিনিয়র ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন, সমন্বয়কারী কাউছার আলম, এইচআর এডমিন মুকুল দে, সিকিউরিটি ইনচার্জ আনিফুর রহমান, সুনায়ন বড়ুয়া, সালেহ আহমদ ও শাহীন।

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm