বৈশাখী টিভি’র বার্তা প্রধান আশোক চৌধুরীর সাথে নব নির্বাচিত পটিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় পটিয়া কচুয়াই গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশীদ ছিদ্দিকী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম ফটো সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম।
এছাড়া পটিয়া প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সহ সভাপতি এস এম একে জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, বিকাশ চৌধুরী, রবিউল আলম ছোটন, এস, কে এম নুর হোসেন, আবেদুজ্জামান আমেরী, শফিউল আজম, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুক বিঞ্জু, এস এম রহমান, নজরুল ইসলাম, গোলাম কাদের, শাহজাহান চৌধুরী, সুজিত দত্ত, কাউছার আলম, মহিউদ্দীন চৌধুরী, ওবাইদুল হক পিবলু, সঞ্জয় সেন, মোরশেদ আলম, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী পটিয়া প্রেস ক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।