পটিয়ায় ৫ বছরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন—হুইপ সামশুল হক চৌধুরী

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে গ্রাম এখন শহর। অন্ধকার গ্রাম এখন আলোকিত। গ্রামের মানুষকে আর বৃষ্টির মধ্যে কাদা মাটি পেরিয়ে চলাচল করতে হয় না। শুধু পটিয়া উপজেলায় বিগত পাঁচ বছরে ৫ হাজার কোটি টাকা উন্নয়ন কাজ হয়েছে। এখনও অব্যাহত আছে সড়কের অনেক উন্নয়ন কাজ।

পটিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বেলখাইন একতা ফুটন্ত ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আগামী এক বছরের মধ্যে পটিয়ার সব সড়কের উন্নয়ন কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম ১২ আসন পটিয়ার সংসদ সদস্য সামসুল হক চৌধুরী।

ক্লাবের উপদেষ্টা সভাপতি এডভোকেট দীপক বড়ুয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শহীদুল ইসলাম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী।

পরে ক্লাবের ফিতা কেটে ক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ অন্যরা।

উল্লেখ্য বেলখাইন একতা ফুটন্ত ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৯৪ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০১ সালে বেলখানের প্রথম সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন লাভ করে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!