পটিয়ায় ১৫০ টাকার জন্য যুবক খুনের ঘটনায় দুই ভাই গ্রেপ্তার

0

চট্টগ্রামের পটিয়া পৌরসদরে ১৫০ টাকা পাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জসিম উদ্দিন নামের এক যুবক খুন হওয়ার ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন জীবন (২০) ও আতিকুল হাসান ইমন (১৮)। দু’জনই পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়ির আবুল হাসেমের ছেলে।

এদিকে বুধবার নিহত জসিমের বড় ভাই মোহাম্মদ সেলিম পটিয়া থানায় গ্রেপ্তার হওয়া দুই ভাইকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই বখাটে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’

s alam president – mobile

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন জসিম উদ্দিন। তিনি ওই এলাকার জহির আহমদের ছেলে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!