s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

পটিয়ায় ১৩ ইউনিয়নেই পুরাতনে ভরসা, ৪ নতুন মুখ পেলেন নৌকা

0

চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক তালিকায় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে ১৭টি ইউনিয়নের ১৩ জন থাকছেন বর্তমান চেয়ারম্যান আর বাকি ৪ টি ইউনিয়নে পেয়েছেন নতুন মুখ।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আশিয়া ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসেম, কাশিয়াইশ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম, জিরি ইউনিয়নে আমিনুল ইসলাম খান টিপু, কোলাগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আহমদ নুর, হাবিলাসদ্বীপ ইউনিয়নে ফৌজুল কবির কুমার, জঙ্গলখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিছ, বড়লিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, ছনহরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সামশুল আলম, ভাটিখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বখতিয়ার, কচুয়াই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, খরনা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহছানুল হক, কুসুমপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, কেলিশহর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরোজ কান্তি সেন, ধলঘাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, হাইদগাঁও ইউনিয়নে মোহাম্মদ ফয়সল ও দক্ষিণ ভূর্ষী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm