পটিয়ায় ১১টি বসতঘর পুড়ে ছাই

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ের নুর আহমদ হাজির বাড়িতে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- আবু আহমেদ, মনির আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, মো. ফোরকান, মো. সাহাবুদ্দিন, রবিউল হোসেন, আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, লোকমান, শাহ আজিজ, আব্দুল গনী ও মো. সেলিম।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আমরা রাত পৌনে দুইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm