পটিয়ায় সন্দেহে বাড়ি লকডাউন, করোনা মেলেনি মালিকের শরীরে

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে করোনা সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হলেও ওই বাড়ির মালিকের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়া ব্যক্তির স্বজন। বুধবার ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হলে শুক্রবার (১০ এপ্রিল) তার রিপোর্ট নেগেটিভ আসে।

এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. জাবেদ বলেন, পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে তার পুরো পরিবারকে অন্তত ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।

তিনি আরও বলেন, পটিয়ায় এ পর্যন্ত ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী দুই জনের রিপোর্টের ব্যাপারে আগামীকাল (শনিবার) জানা যাবে।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর গত শনিবার পটিয়া পৌরসভার শেয়ানপাড়া এলাকায় ওই ব্যক্তির স্বজনদের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!