পটিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

চট্টগ্রামের পটিয়ায় শারদীয় দুর্গপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

পটিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সপ্তশ্রী সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার প্রধান সমন্বয়ক পুলক চৌধুরী, পূজা পরিষদ নেতা জিতেন কান্তি গুহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার সভাপতি শিক্ষক রূপক শীল, সাধারণ সম্পাদক রাজীব দাশগুপ্ত ছোটন, পৌরসভার সভাপতি তাপস কান্তি দে, সাধারণ সম্পাদক রূপন মিত্র, পটিয়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণধীর দে, পূজা পরিষদ নেতা অজয় শীল, ছোটন সরকার, রাজীব দাশ রাজু, রিগ্যান সূত্রধর, ইন্দ্রজিৎ চৌধুরী লিও, পিপলু শীল জয়, পংকজ নাথ, মিঠু চৌধুরী, রিগ্যান চক্রবর্ত্তী, রানা দে দিগন্ত, রাজীব চৌধুরী, বনমালী নাথ, কৃষ্ণমনি আচার্য্য প্রমুখ।

সভায় সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পূজা উদযাপন ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে সবাইকে আহবান করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!