পটিয়ায় মাদক কারবারির জেল-জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে এহসান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় পৌরসভার ৮নম্বর ওয়ার্ড গোবিন্দরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাওয়া যায় ৪০ পিস ইয়াবা। গ্রেপ্তার এহসান মধ্যম গোবিন্দারখীল গ্রামের আবদুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন। তিনি বলেন, ‌‘ইয়াবাসহ গ্রেপ্তার এহসানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm