পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ৭

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুয়ার দীঘির পাড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দু’জন।

নিহত রনধীর বড়ুয়া (৬৭) চন্দনাইশ উপজেলার মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন। তিনি বলেন, ‘পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কক্সবাজার যাচ্ছিল। আর সিএনজিটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। সংঘর্ষে সিএনজির যাত্রী রনধীর বড়ুয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। চালকসহ অন্য দুইজন আহত হয়েছেন।’

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।

এর আগে বেলা ১১টার দিকে পটিয়ার ঈশ্বরখাইন এলাকায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!