পটিয়ায় পানির ড্রামে দোকানির লাশ, হোটেল কর্মচারী আটক

চট্টগ্রামের পটিয়ায় পানির ড্রাম থেকে আব্দুল কাদের নামের ২৬ বছর বয়সী এক পান দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল কাদের উপজেলার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং এলাকার আবদুল গণি সওদাগর বাড়ির আবদুল মোনাফের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়নের কালারপুল এলাকার আজিজিয়া হোটেলের সামনে পানের দোকান করতেন। ঘটনার পর আজিজিয়া হোটেলের কর্মচারী আশিকে (৩৫) আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা বেলাল বলেন, করোনা পরিস্থিতির কারণে হোটেলটি বন্ধ। কিন্তু হোটেলটির সামনে আবদুল কাদের পান বিক্রি করতো। সোমবার থেকে সে নিখোঁজ ছিল। ভাইয়েরা তার খোঁজ না পেয়ে আজ রাতে হোটেলের ভেতর ঢুকে দেখেন ড্রামের ভেতর আবদুল কাদের লাশ। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালারপুল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কায়সার হামিদ বলেন, পান দোকানি কাদেরকে পানির ড্রামে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তার কাছ থেকে টাকা কিংবা মোবাইল ছিনতাই করতে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে জসিম নামের এক হোটেল কর্মচারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ‍ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm