পটিয়ায় নির্বাচনী ক্যাম্পে হামলা: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর মামলা

চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাসেমের পক্ষে ইদ্রিচ চৌধুরী অপু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, নির্বাচনী অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

এসময় পুরো নয়াহাট ও বুধপুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ জানান, নৌকার প্রার্থী আবুল কাসেমের অনুসারীরা অতর্কিতভাবে বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলা, ভাঙচুরের সঙ্গে আমি কিংবা আমার কোন সমর্থক জড়িত নয়। তিনি তার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ আনেন।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, মঙ্গলবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছিল।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ৮-১০ কে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন পুলিশের এ কর্মকর্তা।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm