চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই খুনের মামলার আসামি জসিমুল আনোয়ার খাঁন জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এই আদেশ দেন।
জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ইউনিয়নের বুধপুরা বাজারে দুর্বুত্তদের ছুরিকাঘাতে খুন হন কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল। এ সময় আরও তিনজন ছুরিকাঘাতে আহত হন।
ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এখনো পর্যন্ত পাঁচজন আটক রয়েছে।
মামলায় ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে বলে জসিমুল আনোয়ার খাঁন বলেন, ‘ঘটনার দিন আমি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় কমিউনিটি পুলিশিং মিটিংয়ে ছিলাম। যার প্রমাণসহ আমি আদালতে দেখিয়েছি। আদালত সব দেখে আমাকে এই মিথ্যা মামলা থেকে জামিন দিয়েছেন।’
মামলার আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। আজ আদালত দু’পক্ষের যুক্তিতর্ক শুনে পুলিশ তদন্ত না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।’
ডিজে