পটিয়ায় চাঁদাবাজদের হামলায় যুবলীগ নেতা আহত

চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজদের লাঠি ও লোহার আঘাতে সাইফুল ইসলাম (৫১) নামের এক যুবলীগে নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আহত সাইফুল বিনিনেহারা গ্রামের শামসুল হকের ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে কুসুমপুরা জঙ্গিশাহ বাজারে মা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে ইট-বালি, রড় ও সিমেন্টের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‌‘সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের কয়েকজন আমাকে জানান- ফজলুল কাদের হিরো, আরাফাত, সোহেলসহ ৭/৮ জন যুবক সাইফুলের কাছ থেকে চাঁদা চাইলে সে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে চাঁদাবাজরা তার দোকানে গিয়ে লাটি ও লোহার রড দিয়ে মারধর করে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনও পুরোপুরি কিছু জানি না। খবর পেয়েছি একজনকে কিছু চাঁদাবাজ পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।’

এনজে/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!