পটিয়ায় গভীর রাতে এসি বাসে আগুন, প্রাণ বাঁচলো ৪০ যাত্রীর

ঢাকা থেকে কক্সবাজারগামী শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৪০ যাত্রী।

সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পটিয়া উপজেলার মনসার টেক বাদামতল এলাকার তিন রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রেসিডেন্ড ট্রাভেলস নামে একটি এসি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটির এসির যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি।

পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাড়িটির এসির যান্ত্রিক ত্রুটি থেকে বাসের পেছনের অংশে আগুন ধরে যায়। টের পেয়ে যাত্রীরা চালককে জানালে চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান,
‘আজ সোমবার ভোরে বাসটিতে আগুন লাগে বলে তথ্য পাই ৯৯৯ থেকে। ফায়ার সার্ভিসের একটি টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের কাছে রয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!