পটিয়ায় ইয়াবা নিয়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার ৫০০ পিচ ইয়াবা নিয়ে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, কুসুমপুরার ৭ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৫২) ও কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের মৃত আজিজুর রহমানের ছেলে হামিদ হোসেন (২৮)। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ জোনের সহকারী উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন। তিনি বলেন, ‘পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ইয়াবা ব্যবসায়ী নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মেম্বার দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। এলাকার লোকজন ভয়ে কেউ মুখ খুলত না। এক সময় সে ডেইরি ফার্ম করার সুযোগে গরু আনতে মিয়ানমার আসা-যাওয়া করতেন। সেই সুযোগে ইয়াবা ব্যবসায় কার্যক্রম শুরু করে সে। মঙ্গলবার রাতে ১ হাজার ৫০০ ইয়াবা নিয়ে এক মিয়ানমারের নাগরিকে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm