বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে স্বেচ্ছাসেবক লীগ পটিয়া উপজেলা শাখার সভাপতি এমএ হাসেম ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
৯ সদস্যের এ কমিটিতে মো. মামুনুর রশীদ রাসেলকে আহ্বায়ক এবং মো. হেলাল উদ্দিন, দিলীপ সরকার, মো. সাহানুর তুষার এবং সজল কান্তি দে স্বপনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া হাজী মিল্লাত আলী, মো. আবুল বশর, মো. বেলাল আলমদার ও আবু সালেহকে করা হয়েছে সদস্য।
আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দিতে আহ্বায়ক কমিটিকে কাজ করতে বলা হয় চিঠিতে।
ডিজে