পটিয়া রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-কাউছার

চট্টগ্রামের পটিয়া রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) যাত্রা শুরু করেছে। পটিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংগঠন আত্মপ্রকাশ করেছে।

এ উপলক্ষে গত ২৭ অক্টোবর রাতে পটিয়া পৌরসদরস্হ সংগঠনের কার্যালয়ে এক সভা শেষে সবার সম্মতিতে দেশ রুপান্তরের পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরীকে সভাপতি, সকালের সময়ের নয়ন শর্মাকে সহ-সভাপতি, কালের কণ্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

যুগ্ম সম্পাদক করা হয়েছে দেশ বার্তার অরুন নাথকে। ক্লিক নিউজের মো. রিদওয়ানকে অর্থ সম্পাদক, আজকের দর্পণের শাহেদ খান হৃদয়কে প্রচার সম্পাদক, দেশ বর্তমানের আকবর উদ্দিন খানকে দপ্তর সম্পাদক, দৈনিক কাগজের জাফর আলম আশিককে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও নগর নিউজের আকরাম খান ও রিদুয়ান মো. ইরফানকে করা হয়েছে নির্বাহী সদস্য।

কমিটি গঠন প্রক্রিয়াপূর্ব এক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, নজরুল ইসলাম, সুরজিত শীল, রাজিব সেন প্রিন্স।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm