পটিয়া প্রবাসী হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে প্রবাসী মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত রাত ৩টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপোল এলাকা থেকে আলোচিত প্রবাসী মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. কিবরিয়া উদ্দীন ওরফে ফারহানকে (২৩) গ্রেপ্তা করা হয়।

একই রাতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাদক বিক্রেতা বরুন দে-কে (৪২) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। বরুন কচুয়াই সবুজ কল্যাণ এলাকার বাসিন্দা।

আরেক অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সঞ্জয় নাথ ও যীশু নাথ এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল মান্নান ওরফে বাসেককে গ্রেপ্তার করে পুলিশ। সঞ্জয় নাথ ও যীশু নাথ উত্তর ভাটিখাইন নাথ পাড়ার এবং আবদুল মান্নান সাইদাইর এলাকার বাসিন্দা।

রোববার দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আলোচিত প্রবাসী মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিজে

ksrm