পটিয়ার ভূমি অফিসে দালাল আটক, জেলে পাঠালেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামের পটিয়া সদর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্যের লাগাম টানতে অভিযান শুরু করেছে প্রশাসন। দালালি করার সময় হাতেনাতে একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

আটক ব্যক্তির নাম মো. আলী রেজা সাকিব (২২)। তিনি পৌরসভার বাহুলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পটিয়া সদর ভূমি তহসিল অফিসে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে।

অভিযান সূত্রে জানা গেছে, ভূমি অফিসে অভিযানের সময় আলী রেজা সাকিবের দালালি ধরা পড়ে। তিনি স্থানীয়ভাবে সেবাগ্রহীতাদের নামে অবৈধ ফি আদায় করতেন। তাকে তাৎক্ষণিক আটক করা হয় এবং শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ভূমি অফিসে কোনো ধরনের দালালচক্রকে আমরা প্রশ্রয় দেব না। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এজন্য নিয়মিতভাবে এমন অভিযান চলবে। সবাইকে অনুরোধ করছি, দালালের মাধ্যমে নয় নিজের নামে আবেদন করুন, তাহলেই সেবা পাবেন।

ডিজে

ksrm