পটিয়ার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খুরশিদ, সম্পাদক ইকবাল

চট্টগ্রামের পটিয়ার দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সৈয়দ খুরশীদ আলমকে সভাপতি ও সাংবাদিক ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৩১ অক্টোবর দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান স্বাক্ষরে এ কমিটি পুর্নগঠন করে অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আবুল খায়ের, জামাল সাত্তার মিয়া, সদস্য রোকেয়া আকতার, ড. সংঘ প্রিয় থেরো, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, লায়ন শংকর সেনগুপ্ত ও সাংবাদিক শফিউল আজম।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

এ কমিটির কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী গণসচেতনতা, বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা, মতবিনিময়, আলোচনা সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা, সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার বিশেষ বক্তব্য প্রদানের কার্যক্রম গ্রহণ করা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm