চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুলের বিরুদ্ধে ১০ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। এতে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় সদস্য হওয়ার কথা উল্লেখ করা হয়।
তার অপসারণের দাবি জানিয়ে গত ৩০ জানুয়ারি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বরাবর এ লিখিত অনাস্থা প্রস্তাব দেওয়া হয়।
অনাস্থাপত্রে উল্লেখ করা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ আপনার সুনিয়ন্ত্রিত পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য হই। অতি সম্প্রতি অত্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে গত ২১ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) হতে পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে, গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সক্রিয় সদস্য এবং সুবিধাভোগী ছিলেন। তার বিগত সময়ের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মূলক কর্মকাণ্ড অত্র এলাকার সর্বজনবিদিত।
এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩ ধারা পালন সাপেক্ষে কোনো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়নি। জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের আমরা নিম্নস্বাক্ষরকারী সিংহভাগ সদস্য অভিযুক্ত গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থন করি না। ফলে নম্বর জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের আমরা নিম্নবর্ণিত ইউপি সদস্যগণ তার বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান পদে আপনার বরাবরে লিখিতভাবে অনাস্থা প্রদান করলাম।
অনাস্থাপত্রে আরও উল্লেখ করা হয়, আমরা ইউনিয়ন পরিষদের সিংহভাগ সদস্য আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে অনাস্থা প্রদান করা এবং তার বিরুদ্ধে অতীতে বহু দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সুস্পষ্ট অভিযোগ থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩ ধারা মোতাবেক তিনি বৈধভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায়, আমাদের প্রদত্ত অত্র অনাস্থা প্রস্তাব ও বাস্তব অবস্থা অনুধাবন করে গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে প্যানেল চেয়ারম্যান পদ হইতে অপসারণ করা অত্যাবশ্যক।
অনাস্থা প্রদান করা ইউপি সদস্যরা হলেন—নজরুল ইসলাম সোহেল, আবুল হাসান, রুমের বড়ুয়া, ফেরদৌস বেগম, মোহাম্মদ হাসান, আবদুল মান্নান, রফিকুল ইসলাম, তাহসিনা আকতার, আনন্দ দাশ, বিলকিস আকতার।
গত ৩০ জানুয়ারি জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ১০ ইউপি সদস্য দাখিলকৃত লিখিত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে পটিয়ার ইউএনও ফারহানুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠান।
এ বিষয়ে জানতে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
ইউএনও ফারহানুর রহমান বলেন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ১০ জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি বিষয়টি জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অফিসিয়ালি লিখিতভাবে জানিয়েছি। পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
ডিজে