পটিয়ার আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন হুইপ সামশুল হক চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ফরম নিয়েছেন হুইপ সামশুল হক চৌধুরী।

শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে হয়ে মনোনয়ন ফরম নিয়েছেন হুইপপুত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন।

চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হন সামশুল হক চৌধুরী। বর্তমানে তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০১৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে সকাল মনোনয়ন ফরম ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামীলীগের ফরম বিক্রয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়ন বিক্রির প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

Yakub Group

এর মধ্যে সরাসরি ১০৬০ জন, অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, এতে দলটির আয় হয়েছে পাঁচ কোটি ৩৭ লাখ টাকা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!