চট্টগ্রামের পটিয়ার ৫৯ জন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী পেলেন সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা।
মঙ্গলবার (৯ জুলাই) বিকালে পটিয়া সমাজসেবা কার্যালয়ের উদ্যাগে উপজেলা পরিষদের হল রুমে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ৫৯ জন রোগীদের মাঝে ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী ও সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কর্মকর্তা পিপলু নাথ।
এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের রুল মডেলে পরিণত হয়েছে। তিনি বিশ্বের একজন সফল প্রধানমন্ত্রী। তার দূরদর্শী চিন্তা ও বিচক্ষণতায় সরকার করোনা মোকাবেলা করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করছেন। এছাড়া তিনি সবসময় সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষের কল্যাণে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন।
ডিজে