পটিয়ায় ১৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত গাড়ি চালক

১৭ দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া গাড়ি চালক মোসলেম উদ্দিন (৪৫)। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের বাসিন্দা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব হাইদগাঁও নুরুল আলম মাস্টারের প্রজেক্টের পাশ থেকে তাকে অপহরণ করা হয়েছিল। এতে অপহরণকারীরা রাতে প্রথমে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ বিভিন্ন স্পটে অভিযানও চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে উপজাতি সন্ত্রাসীরা গাড়ি চালককে অপহরণ করে পাহাড়ের নির্জ্জন এলাকায় নিয়ে যেতে পারে।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, উপজেলার পূর্ব হাইদগাঁও এটিআর এগ্রো ফার্মের পাশ থেকে আলমগীর আলম নামের একব্যক্তি লাকড়ি ক্রয় করে কয়েক দিন ধরে শ্রমিক দিয়ে পিকআপ ভর্তি করে নির্দিষ্ট স্থানে নিয়ে যান। কিন্তু গত ২১ ফেব্রুয়ারি ৯টায় শ্রমিকরা লাকড়ি আনতে গেলে গাড়ি চালক মোসলেম উদ্দিনকে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের জন্য পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ দিকে ঘটনার পরদিন শনিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। তারা হলেন মোহাম্মদ সাইফুল উদ্দিন প্রকাশ বালু সাইফু (৩৫) ও মো. মুছা (২৭)। এর মধ্যে সাইফুল অস্ত্র, ডাকাতি, হত্য মামলাসহ মোট ১৪টি মামলা আছে। এছাড়া শনিবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ নয়ন (৩২) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। নয়ন পটিয়া পূর্ব হাই ঈদগাঁও মাহাদাবাদ এলাকার মোহাম্মদ কাসেমের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালক মোসলেম উদ্দিনকে অপহরণের ঘটনায় পরদিন শনিবার নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একইদিন রাতে মোহাম্মদ সাইফুল উদ্দিন ও মো. মুছা নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে। আমরা মোসলেম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান জানারও চেষ্টা করছি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm