পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের শুভ সূচনা

চট্টগ্রামের পটিয়ায় মাঠে গড়িয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে মোহাম্মদ নগর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যারয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এনামুল হক এনাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার স্বপন চন্দ্র দে, লোহাগাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা নুরুল আমিন এমএসসি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফয়েজ, বিএনপি নেতা একেএম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, তৌহিদুল আলম।

আরও উপস্থিত ছিলেন হাজী কামাল উদ্দীন, হারুনুর রশীদ চৌধুরী, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, মোজাম্মেল হক চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজান চৌধুরী, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম বাবু, নাছির উদ্দীন, বাদশা মিয়া, বোরহান উদ্দীন, শওকত আলী, মো. আবছার, জাকির হোসেন, মো. রফিক, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, জাহাঙ্গীর আলম, আল রায়হান সোহেল, সিরাজুল ইসলাম তারেক, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, জাবেদ চৌধুরী, ইসমাইল হোসেন, আজিজুল হক, মাহাবুর রহমান।

এবারের টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm