বাজার সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামের পটিয়ায় রংধনু ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকাল থেকে পটিয়া পৌর সদরের রেলস্টেশন এলাকায় শাকসবজি, কাঁচা তরকারি বিক্রির সপ্তাহ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন রংধনু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবছার উদ্দিন সোহেল।
উদ্বোধনের পরপরই স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে ভিড় করেন সাধারণ মানুষ।
রংধনু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবছার উদ্দিন সোহেল বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি, কাঁচা তরকারি বিক্রি করা হবে। পাইকারি ব্যাবসায়ী থেকে ১০ রকমের সবজি আনা হয়েছে। এর মধ্যে চিছিঙ্গা ৩৫, পটল ৫৫, জিঙ্গা ৬০, ঢেঁড়স ৭০, শসা ৩৫, পেঁপে ২৫, বরবটি ৬০, মিষ্টি কুমড়া ৪৫, আলু ৫০, ডিম ডজন ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, আমরা পাইকারি আড়তদার থেকে এসব পণ্য কিনে এনে খুবই কম দামে বিক্রি করছি। যে দামে পণ্যগুলো কেনা হয়েছে সেই দাম থেকে ২ টাকা লাভে বিক্রি করছি, যাতে গাড়িভাড়া তুলতে পারি। সাড়া পেলে এ কার্যক্রমের পরিধি ও সময় বাড়ানো হবে। তবে আমার ইচ্ছা সবজির বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাব।
সবজি কিনতে আসা নুরুল আলম বলেন, পাশের কামাল বাজারে শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, এখানে ৩৫ টাকা। পেঁপে কিনেছি ২৫ টাকায় অথচ বাজারে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিম কিনেছি ডজন ১৫০ টাকায় বাজারে বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা।
এসময় সবজি কিনতে আসা ফজল আহমদ বলেন, নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। ৫০-৭০ টাকার কমে সবজি পাওয়া যাচ্ছে না বাজারে। কিন্তু এখানে প্রায় সব সবজি ৫০ টাকার নিচে, তাই এখান থেকে সবজি কিনেছি। বাজারে দাম বাড়ানোর পেছনে কাদের হাত আছে তাদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা ন্যায্য দামে বাজার করতে চাই।
এসময় সবজি কিনতে আসা আরো বেশ কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, বাজারে গেলে সবজির দাম শুনে ভয় লাগে। আমাদের মতো নিম্নবিত্তের মানুষের জন্য জীবন চলা অনেক কঠিন হয়ে গেছে। রংধনু ফাউন্ডেশনের উদ্যোগে কম দামে সবজি বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানাই।
ডিজে