পটিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের পটিয়ায় বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পটিয়ার কচুয়ায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আহমদুর রহমানের ছেলে এসএম আজিজুর রহমান খোকন (৩৭)। পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হলেও তার নাম-ঠিকানা জান যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পিকআপভ্যান পেছনে নেওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি কোচের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপভ্যান ও বাসের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান খোকন ঘটনাস্থলে নিহত হন। আহত পিকআপভ্যানের চালকের সহকারীকে পটিয়া হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় বোরহার উদ্দিন (৩০) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Yakub Group

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাহফীম নওশাদ জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!