পটিয়ায় ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় মামলা

৬ষ্ঠ উপজেলার তৃতীয় ধাপের চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ জুন) রাতে কেন্দ্রটি প্রিজাইডিং অফিসার মো. শহীদুল্লাহ রায়হান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি ২৫০/৩০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৯ মে ৩য় ধাপের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকাল ৮টা হতে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪ নম্বর ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত হয়ে ভোট গ্রহণ শুরু করি। ভোট গ্রহণ চলাকালে সেদিন সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন সন্ত্রাসী ভোটারের ছদ্মবেশে ভোট দেয়ার জন্য লাইনে দাড়ায়। একপর্যায়ে তারা সকলে একযোগে অতর্কিতভাবে ৯টা ৪০ মিনিটের দিকে ভোট কেন্দ্রের পুরুষ বুথ কক্ষে প্রবেশ করে দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারদের হুমকি ও ভয়ভীতি প্রদান করে অবৈধ প্রভাব বিস্তার করে ৫টি বুথ (খ) থেকে মোট ৯টি ব্যালট বই (যার মধ্যে মোট ৫৫১টি অব্যবহৃত ব্যালট ছিল), মার্কিং সীল-৪টি, উপজেলা অফিসিয়াল সীল-৩টি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি আমি তাৎক্ষণিক আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সংবাদ পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার সহ সিনিয়র সহকারী সচিব সাইদুজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ, সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন ভূঞা জনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে ভোট গ্রহণ স্থায়ীভাবে স্থগিত ঘোষণা করি।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হতে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ৩৪ নম্বর কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহীদুল্লাহ রায়হান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm