চট্টগ্রামের পটিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কমল মুন্সিরহাট, শোভনদন্ডী রশিদাবাদ এবং অলির হাট বাজারে এসব লিফলেট বিতরণ করা হয়
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিচ মিয়া বলেন, তারেক রহমানের এই ৩১ দফা শুধু বিএনপির নয়, সমগ্র জাতির। এটি আমাদের স্বাধীনতার চেতনাকে পুনরুজ্জীবিত করবে। পটিয়ার মানুষ এখন জেগে উঠেছে—এই লড়াইয়ে সবাইকে যোগ দিতে হবে।
দক্ষিণ জেলা বিএনপির এ নীতিনির্ধারক বলেন, এই ৩১ দফা আমাদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাচ্ছে। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ভেঙে নতুন করে গড়তে হবে এবং পটিয়া সেই পরিবর্তনের অগ্রদূত হবে। যুবক-যুবতীরা এখন স্বপ্ন দেখছে একটি ন্যায়ভিত্তিক সমাজের। তারেক ভাইয়ের নেতৃত্বে আমরা সেটা অবশ্যই অর্জন করব।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ, হারুন চৌধুরী, একেএম জসিম উদ্দিন, জাগীর মেম্বার,জিল্লুর রহমান,মো. নাছির, অ্যাডভোকেট ফোরকান, জাফর চৌধুরী, আব্দুল মাবুদ, মাস্টার সেলিম, জসিম উদ্দিন সওদাগর, কাশেম চেয়ারম্যান, অ্যাডভোকেট জসিম উদ্দিন, জিয়াউর রহমান, নুর মোহাম্মদ, সিদ্দিক মেম্বার, সোহেল সওদাগর, ফারুক চৌধুরী, আরাফ আলী চৌধুরী, আনোয়ার হোসেন রুবেল।
আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপি নেতা ফরিদুল আলম, নাজিম উদ্দিন, মো. জিয়া, মো. ইব্রাহীম মির্জা, মো. কামাল, মো. শহিদ, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন নয়ন, মো. মুহিত, সায়েদ উল্লাহ, বাদশাহ, মো. তানভীরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।



