পটিয়ায় নিত্যানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব উৎসব সম্পন্ন

পরমহংস সত্যানন্দ মহারাজ ও ১০৮ স্বামী মঙ্গলদাশ মোহন্ত মহারাজ যোগসিদ্ধাশ্রমের প্রয়াত আশ্রমাধ্যক্ষ মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের ৭১তম আবির্ভাব উৎসব নিজ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের পটিয়ার কেলিশহরের স্বামী সত্যানন্দ ও মঙ্গলদাস মোহন্ত কালাবাবা যোগসিদ্ধাশ্রমে মঙ্গলবার (২০ জুন) ভোরবেলা চণ্ডীপাঠ, সকালে গীতাপাঠ, পুস্পযজ্ঞ ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আশ্রমে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু-সন্ন্যাসী, স্বামীজীর ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

শুভ আবির্ভাব উৎসবের অনুষ্ঠানের পৌরহিত্য করেন আশ্রম অধিপতি শ্রী অজিত বিশ্বাস (পুরী) মহারাজ।

২০২১ সালের (১৪ ফেব্রুয়ারি) রোববার ভোর পৌনে ৭টায় নিজ আশ্রমে পরলোকগমন করেন স্বামী নিত্যানন্দ পুরী মহারাজ।

যোগসিদ্ধাশ্রমে ছয় ধর্মের অংশগ্রহণে প্রতি বছরের ২০ এপ্রিল আন্তঃধর্ম সম্মেলন ও সম্প্রীতি সভা আয়োজিত হয়। এই সম্মেলনটির প্রবর্তক ছিলেন নিত্যানন্দ পুরী মহারাজ।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!