পটিয়ায় দু’দিনব্যাপী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ

চট্টগ্রামের পটিয়ায় বিশ্বশান্তি কামনায় দু’দিনব্যাপী গীতা পুষ্পযঞ্জ অনুষ্ঠিত হয়েছে।

পটিয়ায় দু'দিনব্যাপী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ 1

সম্প্রতি পটিয়ার মুজাফরাবাদ গ্রামের দত্ত ভবনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুষ্পযজ্ঞ করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল অখণ্ড সমবেত উপাসনা, উষা কীর্তন, চণ্ডীপাঠ, গঙ্গা আবাহন, মহতী ধর্মীয় সম্মেলন, সংগীতাঞ্জলি, মঞ্চ নাটক, স্বর্গীয় ডা. রুক্মিণী বিকাশ দত্ত (বিমল) স্মৃতি গীতা বৃত্তি পরীক্ষা, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, গীতাপাঠ প্রতিযোগিতা, অন্নপ্রসাদ বিতরণ, পুরস্কার বিতরণ।

বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞে পৌরোহিত্য করেন শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী (রনি মা)।

সহযোগী হিসেবে ছিলেন শ্রীমৎ হরিকৃপানন্দ ব্রহ্মচারী,
ও ছোটন চক্রবর্তী।

গীতা পাঠ পরিবেশন সৌমেন ভট্টাচার্য, বিপুল দাশ বিপলু,শোভন রায়,নিলয় চৌধুরী,বাবলু রুদ্র প্রমুখ।

অখণ্ড সমবেত উপাসনায় পৌরোহিত্য করেন শ্রীমৎ জওহর ব্রহ্মচারী ও মুজাফরাবাদ অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দ।

চণ্ডীপাঠ করেন শ্রী প্রতুল চৌধুরী। বিপদবারণ মধুসূদন নাম সংকীর্তন পরিবেশন ও ভোগ নিবেদন করেন পুরোহিত শিবু ভট্টাচার্য।

ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। প্রধান বক্তা অধ্যাপক বনগোপাল চৌধুরী।

মহান অতিথি শিক্ষক সঞ্জয় চৌধুরী। আশীর্বাদক ছিলেন রণনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী, রাজীবানন্দ ব্রহ্মচারী।

বিশেষ অতিথি ছিলেন সুরেশ কুমার দাশ, শ্যামল বৈদ্য সবুজ,পুলক চৌধুরী, দেবাশীষ ধর, সুমন দাশ, বাবুন ঘোষ, মিঠু ঘোষ।

আরও উপস্থিত ছিলেন বিপ্লব সেন, দেবাশীষ দে, নবারুন বিশ্বাস, লিটন মজকুরি, শংকর ঘোষ, অঞ্জন চৌধুরী, ওমকার ব্রহ্মচারী, কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র দত্ত,।

সভাপতিত্ব করেন অজিত দত্ত পুলক ও সঞ্চালনায় ছিলেন মিশন দত্ত সপু।

পরে ধর্মীয় মঞ্চ নাটক’ধর্মের জয়, অধর্মের পরাজয়’ পরিবেশন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm