পটিয়ায় তৃষ্ণার্ত মানুষদের শরবত দিলেন এমপি মোতাহের

বৈশাখের প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়াও। টানা প্রায় এক মাস ধরে তীব্র গরম, খরা, অনাবৃষ্টিসহ বৈরি আবহাওয়া বিরাজ করছে এ অঞ্চলে। কোথাও কোথাও বিশুদ্ধ খাবার পানির সঙ্কটও তীব্র। এতে দুঃষহ হয়ে পড়েছে জনজীবন। পানির সন্ধানে মানুষ ছুটছে দূর-দূরান্তে। তাই তীব্র তাপপ্রবাহ ও খরায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

পথচারীদের স্বস্তির জন্য রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার শান্তির হাট, থানার মোড় ও উপজেলা পরিষদের সামনের পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায়।

এ সময় রুবেল নামের এক রিকশাচালক বলেন, তীব্র গরমের মধ্যে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছিল। উপজেলা গেটের সামনে মহাসড়ক থেকে আমাকে ডেকে শরবত খাওয়ালো এমপি। ঠান্ডা এ শরবত খেয়ে খুব স্বস্তি হচ্ছে।

ভ্যানচালক হোসেন বলেন, সারাদিন ভ্যান চালিয়ে রোদের মধ্যে পুড়তে হয়। এই রোদে খুব কষ্ট হয়, থানার মোড় এলাকাতে আসতেই কয়েকজন লোক ঠাণ্ডা শরবত খাওয়ালো। প্রাণটা একদম জুড়িয়ে গেছে।

মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, পটিয়াতে তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না মানুষ। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে এমন উদ্যোগ গ্রহণ করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কাউন্সিলর গোফরান রানা, সাবেক ছাত্রনেতা ইকবালুর রহমান ওপেল, যুবলীগ নেতা শাহজাহান, ছাত্রলীগ নেতা মহি উদ্দিন, নাঈম উদ্দিন মারুফ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm