পটিয়ায় কাউন্সিলরের স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী কাজে পৌরসভার গাড়ি ব্যবহারের অভিযোগ

ষষ্ঠ উপজেলার তৃতীয় ধাপের চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে পৌরসভার এক কাউন্সিলের স্ত্রীর নির্বাচনী প্রচারণায় পৌরসভার গাড়ি ব্যাবহারের অভিযোগ উঠেছে।

৮ নম্বর ওয়াডের পৌর কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব নামের ওই কাউন্সিলর স্ত্রী কানিজ ফাতেমা শাওন এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ৫ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

অভিযোগ রয়েছে, পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদিন গভীর রাতে পৌরসভার নিজস্ব ভ্যান গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনী ব্যানার, পোস্টার লাগাচ্ছেন। সেই কাজে তিনি প্রভাব খাটিয়ে পৌরসভার কর্মচারীদেরও ব্যাবহার করছেন কাউন্সিলর রাজিব।

শুক্রবার রাতে নাঈমুল শোভন নামের এক লোক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গভীর রাতে পৌরসভার নিজস্ব ভ্যান ব্যাবহার করে কাউন্সিলের স্ত্রীর নির্বাচনের পোস্টার ব্যানার টানানোর কাজে ব্যবহার করছেন বলে পোস্ট করেন। সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নাঈমুল শোভন নামের পটিয়ার এ যুবক তার ফেসবুক পেইজে লেখেন, সংশ্লিষ্ট প্রশাসন,পটিয়া পৌরসভার মেয়র মহোদয় এবং মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি পটিয়া পৌরসভার কাজে ব্যবহৃত গাড়ি কিভাবে পৌর কাউন্সিলরের বউয়ের ব্যক্তিগত নির্বাচনী কাজে ব্যবহার করা হয়? এ গাড়িতো জনসাধারণের জন্য কিভাবে কাউন্সিলর প্রতিদিন তার বউয়ের ব্যাক্তিগত নির্বাচনী প্রচারনার কাজে ব্যবহার করে সাধারণ জনগণ জানতে চাই….???

এরপর ভাইরাল হওয়া পোস্টে সবাই নেতিবাচক মন্তব্য করেন। সবাই পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন কমেন্ট বক্সে।

এ বিষয়ে পৌর কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব বলেন, ‘পৌরসভার ময়লার গাড়িতে করে কি কেউ ব্যানার-পোস্টার লাগাবে? রাতে আমার লোকজন পৌর এলাকায় পোস্টার লাগানোর সময় কিছু পোস্টার ফেলে চলে গেলে সেগুলো পৌরসভার কর্মচারীরা সে ভ্যানে করে নিয়ে যায়।’

গাড়ীটি পরিষ্কার ছিল, ময়লা ছিল না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না, এটা ময়লার গাড়ি ছিল। ব্যানার লাগানোর দায়িত্বে থাকা লোকজন ঝগড়া করে রাস্তায় ফেলে যাওয়ায় পোস্টারগুলো কুড়িয়ে নিয়ে যায় তারা।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রীর কোনো ব্যানার-পোস্টার পটিয়া পৌরসভায় টানানো হয়নি। আমি ইউনিয়ন এলাকায় ব্যানার-পোস্টার লাগাচ্ছি। একটি পক্ষ আমার স্ত্রীর জনপ্রিয়তা দেখে এসব মিথ্যা অপবাদ দিচ্ছে।’

অপরদিকে কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবের বক্তব্যের পর পটিয়া পৌর এলাকার কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কানিজ ফাতেমা শাওনের পদ্মফুল প্রতীকের একাধিক ব্যানার-পোস্টার সাঁটানো হয়েছে পৌরএলাকা জুড়ে।

পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, ‘পৌরসভার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ ব্যবহার করার জন্য ভ্যান গাড়িগুলো দেওয়া হয়েছে। যদি কেউ পৌরসভার এ গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তা তিনি একদম ঠিক করেননি। বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm