ন্যূনতম সংস্কারকাজ করে নির্বাচন দিতে হবে, এলডিপির সন্মেলনে কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘ন্যূনতম সংস্কারকাজ ও বিচার নিশ্চিত করে, যারা দুর্নীতি করেছে, অপরাধ করেছে, অর্থপাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নির্বাচন দিন। অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস অতিক্রম করেছে। তাদের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। কিন্ত তারা সেই আকাঙ্ক্ষা পূরন করতে পারেনি। বর্তমান সময়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করছে। কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ও রাতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এবং ধর্মপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, এ সরকার দেশের মানুষকে নিরাশ করেছে। তাদের মধ্যে দেশ পরিচালনার জন্য কোনো অভিজ্ঞ লোক নেই। তাই রাষ্ট্র পরিচালনায় এ দুরাবস্থা তাদের। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় যে, তাদের অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল। অথচ ওই আওয়ামী স্বৈরাচারী সরকার গণআন্দোলনের সময় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত ১৫ বছরে গণতন্ত্রকে নিশ্চিহ্ন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। মেগাপ্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি, বিশাল ঋণ নিয়ে লুটপাট এবং বিদেশে লক্ষকোটি টাকা পাচার করে নজিরবিহীন অপরাধ সংঘটিত করেছে। সুতরাং এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তাদের। সময় সীমিত, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং আবেগের পরিবর্তে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিন। না হয় বাংলা জনগণ যে কোনো প্রদক্ষেপ নিতে বাধ্য হবে।

মঙ্গলবার রাতে দস্তিরহাট স্টেশনে আয়োজিত সমাবেশ এলডিপির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সভাপতিত্বে কেঁওচিয়া ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, কেন্দ্রীয় কমিটি সদস্য এজিএম শাহ্জাহান, দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, সাতকানিয়া উপজেলা এলডিপি সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর সাতকানিয়া এলডিপির সাধারণ সম্পাদক উদ্দিন আহমদ (ভুট্টো), পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm